জনাব মো: সাইফুল ইসলাম, সভাপতি-গাবতলী মহিলা কলেজ ও মেয়র-গাবতলী পৌরসভা। সদস্য গাবতলী উপজেলা বিএনপি ও মানবাধিকার বিষয়ক সম্পাদক বগুড়া জেলা জাতীয়তাবাদী দল বিএনপি।
জনাব মো: সাইফুল ইসলাম একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তাঁহার পিতা : মোজাম্মেল হোসেন, মাতা : জায়েদা খাতুন। তিনি ১৯৭৮ সালে বগুড়া জেলার গাবতলী উপজেলার গাবতলীর পশ্চিম পাড়ায় জন্ম গ্রহণ করেন। তিনি পিতা-মাতার ৬ষ্ঠ সন্তান।
গাবতলীর কৃতি সন্তান, গাবতলী পৌরসভার বার বার নির্বাচিত সফল মেয়র ও জনপ্রিয় জন প্রতিনিধি জনাব মো: সাইফল ইসলাম পূর্ব বগুড়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্ত্বের সাথে মাধ্যমিক পাশ করেন এবং ধানমন্ডি উইপ্থ কলেজ ঢাকা হতে উচ্চ মাধ্যমিক পাশ করেন। পরবর্তীতে সৈয়দ আহম্মেদ বিশ্ববিদ্যালয় কলেজে থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
কলেজে পড়া অবস্থায় জনাব মো: সাইফুল ইসলাম রাজনীতির প্রতি উৎসাহীত হয়ে উঠেন। যোগদেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ছাত্র রাজনীতিতে। নিযুক্ত হন কলেজ ছাত্রদল শাখার সাংগাঠনিক সম্পাদক। পরবর্তীতে থানা ছাত্র দলের সাধারণ সম্পাদক হিসাবেও দায়িত্ব পালন করেন। এরপর জাতীয়তাবাদী যুবদলের সাথে সম্পৃক্ত হন। ২০১০ সালে পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক এবং ২০১৪ সালে পৌর বিএনপি’র সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ২০১৪ সালে প্রথম বারের মতো গাবতলী পৌর সভার মেয়র নির্বাচিত হন। এরপর ২০১৬ সালে ২য় বারের মতো এবং ২০২১ সালে ৩য় বারের মতো মেয়র নির্বাচিত হয়ে অদ্যবধী দায়িত্ব পালন করে আসছেন।