প্রতিষ্ঠাতা

জনাব মো: হেলালুজ্জামান তালুকদার লালু ৪২,বগুড়া-৭ (গাবতলী-শাহজাহানপুর) সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য ও গাবতলী মহিলা কলেজের প্রতিষ্ঠাতা। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদি দল (বিএনপি)-এর কেন্দ্রিয় নিবার্হী কমিটির অন্যতম সদস্য ও বিএনপি’র মাননীয় চেয়ারপারসনের উপদেষ্ঠা।

ব্যাক্তিগত পরিচয়:

জনাব মো: হেলালুজ্জামান তালুকদার লালু একটি সম্ভ্রান্ত মুসলিম ও প্রতিথযশা রাজনৈতিক পরিবারের সন্তান। তাঁহার পিতা : মরহুম সিরাজুল হক তালুকদার, মাতা : মরহুম হায়াতুন্নেছা। তিনি ১৯৫৩ সালে বগুড়া জেলার গাবতলী উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের কলাকোপা গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি পিতা-মাতার ৫ম সন্তান। তাঁর বাবা মরহুম সিরাজুল হক তালুকদার ১৯৪৮ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত অর্থাৎ ২৩ বছর বালিয়াদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। ১৯৬২ থেকে ১৯৬৫ সাল পযর্ন্ত প্রাদেশিক পরিষদের সদস্য এবং ১৯৭৯ থেকে আমরন বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য ছিলেন।

শিক্ষা জীবন:

কলাকোপা-গাবতলীর কৃতি সন্তান জনাব মো: হেলালুজ্জামান তালুকদার লালু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ-রসায়ন বিভাগের ছাত্র ছিলেন। পারিবারিক কারণে তিনি শেষ পযর্ন্ত উচ্চতর শিক্ষা সম্পন্ন করতে পারেননি। তিনি বগুড়া মিশন স্কুল থেকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করে বগুড়া জেলা স্কুলে ভর্তি হন এবং সেখান থেকেই মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করে ঢাকায় সরকারি তিতুমির কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।

রাজতৈনিক জীবন:

নিভৃত পল্লীগ্রাম কলাকোপায় বেড়ে উঠা এই কৃতি সন্তান ১৯৯১ থেকে ২০০৭ সাল পর্যন্ত একটানা ১৫ বছর বাংলাদেশের মহান জাতয়ী সংসদের সদস্য ছিলেন। ২০০১ সালে বাংলাদেশ জাতীয় সংসদের প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন। তিনি স্কুল জীবনেই আইয়ুব বিরোধী গন আন্দোলনের মাধ্যমে ছাত্র ইউনিয়নের ব্যানারে রাজনীতিতে জড়িয়ে পড়েন। সরকারি তিতুমীর কলেজে পড়া অবস্থায় ছাত্র ইউনিয়নের সাথে যুক্ত থাকা অবস্থায় তাঁর বাবার হাত ধরে জাতীয় রাজনীতিতে যুক্ত হন। বাবার মৃত্যুর পর ১৯৮১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রানিত হয়ে বাংলাদেশ জাতয়িতাবাদী দল বিএনপি’র রাজনীতিতে সম্পৃক্ত হন।

বিশিষ্ট রাজনৈতিক, গাবতলী উপজেলার মা, মাটি ও মানুষের নেতা জনাব মো: হেলালুজ্জামান তালুকদার লালু ১৯৯২ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত গাবতলী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯১ সাল থেকে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, ১৯৯৬ সাল থেকে জাতীয় ক্ষুদ্র ও কুঠির শিল্প বিষয়ক উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করছেন এবং ২০০৮ সাল থেকে বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা হিসাবে আছেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এর দায়িত্ব পালন করছেন।

গাবতলী মহিলা কলেজ প্রতিষ্ঠার প্রেক্ষাপট:

পশ্চাৎপদ ও নারী শিক্ষায় অবহেলিত হওয়ায় তিনি অত্র অঞ্চলে “নারী শিক্ষা উন্নয়নে প্রতিশ্রুতি বদ্ধ” এই স্লোগানকে মেধা-মননে ধারণ করে ১৯৯৯ সালে গাবতলী পৌর এলাকার মধ্যে “গাবতলী মহিলা কলেজ” প্রতিষ্ঠা করেন। শুধু তাই নয়, তিনি এলাকার অবকাঠামোগত উন্নয়ন সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, স্কুল, কলেজ, মাদ্রাসা (তরুনির হাট কলেজ, দুর্গাহাটা কলেজ, বাগবাড়ী শহীদ জিয়া কলেজ) ও ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত আছেন।

All rights reserved
Design & Developed BY ALL IT BD
error: Content is protected !!