জনাব মো: নূরে আলম সিদ্দিকী ২০০২ সালে গাবতলী মহিলা কলেজে ব্যবস্থাপনা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। কর্মদক্ষতা, নিষ্ঠা ও শিক্ষাদানে আন্তরিকতার স্বীকৃতি স্বরূপ তিনি ২০১২ সালে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। দীর্ঘদিনের অভিজ্ঞতা, নেতৃত্বগুণ ও শিক্ষাক্ষেত্রে অবদানের ফলে ২০২১ সালের ১লা জুন তিনি অত্র কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
জনাব মো: নূরে আলম সিদ্দিকী ১৯৭৩ সালে বগুড়া জেলার গাবতলী উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের তোল্লাতোলা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা : আলহাজ্ব মো: শামছুর রহমান প্রামানিক, তিনি পেশায় ছিলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথান শিক্ষক এবং মাতা ছিলেন মরহুমা আশরাফুন বেগম। পরিবারিক মূল্যবোধ, নৈতিক শিক্ষা ও ধর্মীয় আদর্শে বেড়ে ওঠা জনাব নূরে আলম সিদ্দিকী শৈশব থেকেই অধ্যবসায়, সততা ও শিক্ষানুরাগের জন্য পরিচিত ছিলেন। বর্তমানে তিনি বিভিন্ন সামাজিক উন্নয়নমুলক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত এবং একজন রাজনৈতিক ব্যাক্তিত্ব।
শিক্ষা জীবন : গাবতলীর গর্বিত সন্তান জনাব মো: নূরে আলম সিদ্দিকী তাঁর শিক্ষাজীবনে ছিলেন এক অনন্য মেধাবী ও অধ্যবসায়ী ছাত্র। তাঁর শিক্ষা পথচলার সূচনা হয় তোল্লাতোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, যেখানে তিনি প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি কলাকোপা আতপজান মেমোরিয়াল হাইস্কুলে ভর্তি হয়ে সফলতার সাথে মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করেন। উচ্চ মাধ্যমিক পর্যায়ে তিনি সরকারি শাহ সুলতান কলেজে ভর্তি হয়ে কৃতিত্বের সাথে এইচএসসি পাশ করেন। এরপর উচ্চশিক্ষার জন্য তিনি সরকারি আযিযুল হক বিশ্ববিদ্যাল কলেজে ভর্তি হন এবং সেখান থেকে ব্যবস্থাপনা বিষয়ে বি.কম (অনার্স) ও এম.কম ডিগ্রি অর্জন করেন।
বর্তমানে তিনি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদান ও কলেজের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে গাবতলী মহিলা কলেজ শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডে এক নতুন দিগন্তের সূচনা করেছে।
মানবকল্যাণ, অসাম্প্রদায়িক চেতনা, সামাজিক সম্প্রীতি, উন্নত জীবনধারা ও মানবিক মূল্যবোধ বিকাশে শিক্ষার ভূমিকা অনস্বীকার্য। শিক্ষাই পারে একটি জাতির সার্বিক পরিবর্তন সাধন করতে এবং উন্নতির নতুন দিগন্ত উন্মোচন করতে। ইতিহাস সাক্ষ্য দেয় যে, শিক্ষাকে উপজীব্য করে বহু জাতি বিশ্ব দরবারে সম্মান, মর্যাদা ও প্রতিষ্ঠা অর্জন করেছে। আজকের বিশ্ব দ্রুত পরিবর্তনের ধারায় এগিয়ে চলেছে, আর এই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে তিনি গাবতলী মহিলা কলেজকে এক আলোকিত ভবিষ্যতের পথে প্রতিনিয়ত এগিয়ে নিচ্ছেন।